+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Press Statement

                                                                                                 প্রেস বিজ্ঞপ্তি 

    June 13, 2021

    সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের সংস্থার পরিচয়ে দুটি সংগঠনের সংবাদ আমরা জানতে পেরেছি। এই দুটির একটি হল  "NBU  ALUMNI" এবং অপরটি "ALUMNI NBU".

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক এবং  সংশ্লিষ্ট জনসমাজের কাছে আমরা স্পষ্ট জানাতে চাই, এই দুই সংস্থার সাথে "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি""র ( NBU Alumni Association) কোন সম্পর্ক  নেই এবং  আমরা এই  দুই সংস্থার কর্মসূচী বিষয়ে অবগত নই। সম্প্রতি গণমাধ্যমে জানা গেছে যে এর মধ্যে একটি সংগঠন কোভিড অতিমারীর ত্রাণ কর্মসূচীর জন্য অর্থ সংগ্রহ করছে। এই কারনে আমাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন দেখা দিল।

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি একটি রেজিস্টার্ড সংস্থা, স্থাপিত অক্টোবর, ২০০১ সালে। Registration No. SO 17445 of 2001-02. এই সমিতি উত্তরবঙ্গ  বিশ্ববিদ্যালয় স্বীকৃত এবং প্রশাসনিক ভবনে  এর মূল কার্যালয় ২০১০ সাল থেকে স্থাপিত।

    বিগত ২০ বছর ধরে আমাদের এই সংস্থা শিক্ষা,সংস্কৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করছে। এই লক্ষ্যে অবিচল হয়ে  উচ্চশিক্ষার পরিকাঠামো, পঠনপাঠনের মান, গবেষণা ও সামাজিক চাহিদা বিষয়ে   বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমরা  নিয়ত যোগাযোগ রাখি । দ্বিতীয়ত  জনসেবামূলক, উন্নয়নমূলক ও  সমাজসেবামূলক  বহুবিধ কাজ  আমরা  অব্যাহত ভাবে করে চলেছি। করোনা অতিমারতে  আমাদের সংগঠন বিগত  বছর থেকে দরিদ্র, দুস্থ ও আর্ত  মানুষের জন্য উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এবং প্রান্তিক অন্চলে  ত্রাণ শিবিরের কর্মসূচী ধারাবাহিকভাবে করে চলেছে।  এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের সদস্যরা স্বতস্ফূর্তভাবে দান করে চলেছেন। সদস্যদের বাইরে কারো থেকে কোন অনুদান আমাদের সংগঠন গ্রহন করে না। এছাড়াও  শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন  প্রশ্ন নিয়ে নিয়মিত  আলোচনাচক্র এবং বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল  ওয়েবিনার আমাদের অন্যতম   কর্মসূচী। ত্রাণ বা অন্য কোনো কাজে আমরা যে অর্থ সংগ্রহ করি তা' সবসময় আমাদের সমিতির ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে করে থাকি, আমরা ফোন পে  বা কারও ব্যাক্তিগত নামে কোন  অর্থ সংগ্রহ করি না।

    এই বিবৃতির মাধ্যমে আমরা সকলকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, উপরোক্ত দুটি সংগঠনের সাথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির  কোন সম্পর্ক নেই।

    ড: তাপস চট্টোপাধ্যায় 

    সাধারণ সম্পাদক

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি।

    Posted on: Sunday, 13th June 2021

    Correspondence

    Prof. S. B. Karanjai
    (Former Professor in Mathematics, NBU)
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434247625

    Dr.T.K Chatterjee
    Secretary, N.B.U. Alumni Association
    (Former Registrar, NBU)
    E-mail : tps.chatterjee@gmail.com
    Mobile : +91 9434716901

    F. Rahman
    (Technical Assistant, AKM Museum, NBU)
    Treasurer, NBU Alumni Association
    Phone : +91 353 2776390 (O), +91 9434258191
    Email: fazlar.rahaman@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group