+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    Award of Book Grant to NBU Students and Report

    REPORT

    আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর  শেষ সেমিস্টারের বিজ্ঞান ও কলা উভয়  ফ্যাকাল্টির প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত একজন করে দরিদ্র সীমার নিচে (BPL) মেধাবী শিক্ষার্থীদের  Book Grant  @ 10,000.00 টাকা  প্রদান করা হল প্রাক্তনী সমিতির পক্ষে।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সুবীরেশ ভট্টাচার্য, নিবন্ধক ড . প্রনব ঘোষ,  বিজ্ঞান অনুষদের ডিন ড: সুভাষ রায়, সমিতির সম্পাদক ড. তাপস চট্টোপাধ্যায়, সভাপতি ড:  সীতাংশু বিমল করন্জাই , সমিতির কোষাধ্যক্ষ ফজলুর রহমান,  সমিতির প্রবীণ প্রাক্তনী ও ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ  প্রমুখ। 

    প্রাক্তনী সমিতির পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন সম্পাদক ড: চট্টোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাক্তনী সমিতির সমন্বয় গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদি কমিটি গঠনের জন্য উপাচার্য মহাশয়কে ধন্যবাদ জানান। সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বহুমুখী অগ্রগতিতে সক্রিয় অংশগ্রহণ  করার দায়বদ্ধতার কথাও তিনি আলোচনা করেছেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তনী অতনু চৌধুরি।

     

    NOTICE

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির পক্ষে বিশ্ববিদ্যালয়ের দুটি ফ্যাকাল্টির প্রতিটি থেকে স্নাতকোত্তর  ফাইনাল সেমিস্টারের একজন দুস্থ ( BPL) ও মেধাবী ছাত্র/ ছাত্রীকে Book Grant  @ 10,000.00 দেবার সিদ্ধান্ত / সুপারিশ  ৬/৪/২২  তারিখে অনুষ্ঠিত  Laision Committee তে গৃহীত হয়েছিল।

    এই সুপারিশ আজকের Programme Sub-Committee তে অনুমোদিত হল। আগামী  ২২/৪/২২ অপরাহ্ন ৪.৩০ টার সময় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানে উপাচার্য মহাশয়ের দ্বারা দুজন ফাইনাল সেমিস্টারের ছাত্র/ ছাত্রীকে প্রাক্তনী সমিতির পক্ষে এই অনুদান প্রদান করা হবে। 

    এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সমিতির সকল সদস্যকে অনুরোধ করছি। 

    তাপস চট্টোপাধ্যায়, সম্পাদক 

    ১৩/৪/২২

    Posted on: Friday, 22nd April 2022

    Correspondence

    Prof. S. B. Karanjai
    (Former Professor in Mathematics, NBU)
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434247625

    Dr.T.K Chatterjee
    Secretary, N.B.U. Alumni Association
    (Former Registrar, NBU)
    E-mail : tps.chatterjee@gmail.com
    Mobile : +91 9434716901

    F. Rahman
    (Technical Assistant, AKM Museum, NBU)
    Treasurer, NBU Alumni Association
    Phone : +91 353 2776390 (O), +91 9434258191
    Email: fazlar.rahaman@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group