+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
    Quick Query
    Verification
    Please enter this code below
    Enter The Verification Code
    * Indicates required field

    News & Announcement

    21st Annual General Meeting

     রবিবার ১৭ই মার্চ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভা ও পূণর্মিলন অনুষ্ঠিত হল ক্যাম্পাসের কনফারেন্স সভাকক্ষে।

    ১ম পর্ব

    প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ড: শুক্লা সরকার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন। 

    পবিত্র দীপশিখা প্রজ্জ্বলনের পরে সম্মেলন উদ্বোধন করেন প্রাক্তনী ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: দেবব্রত মিত্র।

    স্বাগত ভাষণ দেন সহ সম্পাদক ডঃ সুদাস লামা।

    সন্মেলনকে শুভেচ্ছা জ্ঞাপন করেন  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক ও শিক্ষাকর্মী সংগঠনের সম্পাদকবৃন্দ।

    দুজন দুস্থ ( বিপিএল) অথচ মেধাবী ছাত্র ও ছাত্রীকে আইপ্যাড  উপহার দেন সমিতির পক্ষে  প্রাক্তনী ডা: স্বরাজ হালদার এবং ১৯৬২-৬৪ সালের প্রাক্তনী ইন্দ্রজিৎ চক্রবর্তী। 

    প্রাক্তনীদের  সম্পাদিত ও রচিত সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক দুটি বই প্রকাশিত হয়। নাম : “Romancing with the Past of India : Historians of Years” , Edited by Dr.Malaysankar Bhattacharya, Dr.tapas Kr. Chatterjee and Dr. Srikanta Roychoudhury – উদ্বোধক ডঃ সীতাংশুবিমল করঞ্জাই। ২য় বই :  “অধ্যাপক বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত ও অন্যান্য প্রবন্ধ”, অধ্যাপক আনন্দগোপাল ঘোষ। উদ্বোধন করেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

    বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্রেয় মিউজিয়ামকে প্রাচীন মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী দান করেন প্রাক্তনী ড: অপূর্ব হালদার , সভাপতি ড: তাপস চট্টোপাধ্যায় ও ড: শুক্লা সরকার। এই দান কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন   মৈত্রেয় মিউজিয়ামের অধিকর্তা ড: ডালিয়া ভট্টাচার্য।

    বিশিষ্ট চিত্রশল্পী ও প্রাক্তনী গোপিনাথ সাহা চিত্রকলায় তাঁর সৃজনঋদ্ধ বই “আঁকায় আলাপে” ( ১ম ও ২য় খন্ড ) সমিতির সম্পাদকের হাতে তুলে দেন।

    ২য় পর্ব

     প্রারম্ভে সঙ্গীত পরিবেশন করেন ড: শুক্লা সরকার, ডঃ সতি সিং ও শ্রীতপা দাশ। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন। 

    সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন ফজলুর রহমান। ২০২২২-২৩ সালের আয়ব্যয়ের অডিটেড রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ড: গোপাল দে। আলোচনার পরে  দুটি রিপোর্ট অনুমোদিত হয়।

    সম্মেলনে বক্তব্য পেশ করেন  ডঃ ভীমপ্রসাদ প্রধান, ড মহেন্দ্রনাথ রায়, ড: আনন্দগোপাল ঘোষ, ড: মলয়শংকর ভট্টাচার্য, জ্যোতিপ্রকাশ রায়, ডঃ অনিতা বাগচি, ডঃ সন্ময় মল্লিক প্রমুখ।  

     সভাপতির ভাষণ দেন ড: তাপস চট্টোপাধ্যায়।  তিনি দুটি প্রস্তাব পেশ করেন – (১) প্রতিটি চাপটারের সন্মেলন  জেলা ভিত্তিক ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করা এবং (২) সমিতির পক্ষ থেকে  বিশ্ববিদ্যালয়কে দশ কোটি টাকার তহবিল (Endowment Corpus ) দান করার উ্দ্যেশ্যে  প্রত্যেক সদস্যকে আবেদন করা হোক একলক্ষ ( ১০০,০০০.০০) টাকা এই তহবিলে দান করার জন্য।

    ধন্যবাদ জ্ঞাপনের পরে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সহসভাপতি ড: মলয় করঞ্জাই।

     সভা সঞ্চালনায় ছিলেন প্রাক্তনী ও বিশিষ্ট বাচিক শিল্পী অতনু চৌধুরী।

    উপস্থিত ছিলেন সমিতির সদস্য শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী।

    Posted on: Tuesday, 19th March 2024

    Correspondence

    Prof. S. B. Karanjai
    (Former Professor in Mathematics, NBU)
    President, N.B.U. Alumni Association
    Mobile : +91 9434247625

    Dr.T.K Chatterjee
    Secretary, N.B.U. Alumni Association
    (Former Registrar, NBU)
    E-mail : tps.chatterjee@gmail.com
    Mobile : +91 9434716901

    F. Rahman
    (Technical Assistant, AKM Museum, NBU)
    Treasurer, NBU Alumni Association
    Phone : +91 353 2776390 (O), +91 9434258191
    Email: fazlar.rahaman@gmail.com
    All Rights Reserved [nbuaa.org].
    Website Design and Development Service Provided By Techno Developers Group