+91 9434247625, +91 9434716901, +91 353 2776390, +91 9434258191
tps.chatterjee@gmail.com
Navigation
Quick Query
News & Announcement
19th Annual General Meeting of NBUAA
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির কার্যকরী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ /৩/২০২২ তারিখ রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রাক্তনী সমিতির ১৯তম বার্ষিক সন্মেলন ( 19th Annual General Meeting ) অনুষ্ঠিত হবে। সকল সদস্যদের প্রতি অনুরোধ, আগামী সন্মেলন সফল করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করুন। প্রতিটি চাপটারের আহ্বায়কে অনুরোধ, চাপটারের মিটিং করে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করুন। যে সকল সদস্য কলকাতায় বা অন্য কোন দূর এলাকায় থাকেন, তাঁদের প্রতি অনুরোধ এই দিনে সভায় উপস্থিত হতে ট্রেনের টিকিট দ্রুত কেটে নিন।বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হবে।
Posted on: Tuesday, 25th January 2022